জগন্নাথপুরে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ৩১ আগষ্ট শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, বাবুল মিয়া, স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া এই প্রথম বারের মতো পৃথক ভাবে মিরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে। মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন এর নেতৃত্বে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইউপি সচিব সুদন চন্দ্র সরকার, ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদ, মাহবুব হোসনে, আবদুস শহীদ ও মোস্তাক আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১৯৭১ সালের ৩১ আগস্ট শান্তি কমিটির আহবানে শ্রীরামসি বাজারে স্থানীয় নিরীহ জনতাকে সমবেত করে পিচমোড়া করে বেধে নৃশংস ভাবে গুলি করে হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। এতে শতাধিক মানুষ শহীদ হন। দেশ স্বাধীনের পর থেকে এসব শহীদদের স্মরণে ৩১ আগষ্ট আঞ্চলিক গণহত্যা দিবস পালন হয়ে আসছে।