মায়ের বারণ

19

কৌশিক সূত্রধর

মেঘলা আকাশ টাপুর টুপুর
বৃষ্টি পড়ে ঘাসবনে;
জানালা দিয়ে ছোট্ট খোকা
দেখছে রে উদাস মনে।

দেখছে খোকা সবুজ গাঁয়ের
নদ-নদী আর বাড়িও;
মন মাতানো শাপলা বিলের
সফেদ বকের সারিও।

দেখছে খোকা নৌকা ভেড়া
নদীর খেয়া ঘাটে..রে;
বৃষ্টি ফোঁটায় খেলছে সবাই
মিলে সবুজ মাঠে..রে।

ইচ্ছে খোকার খেলতে যাবে
কিন্তু মায়ের বারণ যে;
বৃষ্টি ভেজায় বাঁধবে অসুখ
এটাই বুঝি কারণ সে।