তালের পিঠা

8

শেখ একেএম জাকারিয়া

ভাদ্র মাসে তালের পিঠা
খেতে লাগে দারুণ মিঠা
পাড়ায় পাড়ায় ধুম,
মা বোনেরা বানায় সেটা
অপেক্ষাতে বাপ ও বেটা
নেই দুচোখে ঘুম।

ভাদ্র মাসে তালের ঘ্রাণে
দোলা লাগে সকল প্রাণে
শরতে দেয় উঁকি,
খুশির আমেজ ঘরে বারে
বসে ভাবে চুলোর ধারে
ছোট্ট খোকা খুকি।

মৌমাছিরা পাড়ায় পাড়ায়
মনের সুখে পাখনা নাড়ায়
করে ঘুরাঘুরি,
ফোটে কত শিউলি বকুল
তালের পিঠার গন্ধে আকুল
বাড়ির বুড়াবুড়ি।