শিক্ষার্থীদের মনের দরজা খুলে দিতে শিক্ষকদের উদার হতে হবে – জেলা প্রশাসক

4
স্বর্ণ কিশোর কিশোরী সম্মেলন এবং বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
মানুষের মনভাঙ্গা দেখা যায় না, কিন্তু কারো শরীরের একটি অংশ ভাঙ্গলে লোকজন দেখতে পারে। আমরা সন্তানদের স্কুলের শিক্ষকদের নিকট হস্তান্তর করে থাকি, তাদের কে মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকের প্রয়োজন, শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করা যাবে না যা শিক্ষার্থীদের মন ভেঙ্গে যায়। শরীরের একটি অংশ ভেঙ্গে গেলে জোড়া লাগে কিন্তু একজন শিক্ষার্থীর কোন কারণে মন ভেঙ্গে পড়লে হয়তো সে আর শিক্ষা গ্রহণ না করে স্কুল ত্যাগ করে চলে যাবে। এতে ক্ষতি হবে দেশ ও জাতীর। পূর্ব পুরুষেরা যে ভাবে শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সে ভাবে শিক্ষা দিয়ে যেতে হবে, শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণই হতে পারে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে অভিভাবকের সেতুবন্ধন। কোন শিক্ষার্থী অপরাধ করলে একান্ত ভাবে তার সাথে মিলে মিশে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে নিতে হবে, কখনো অপদস্ত করা যাবে না। শিক্ষকদের যদি কোন কিছু করার নাই বা থাকে শিক্ষার্থীদের কোন ক্ষতিও করা যাবে না। শিক্ষকদের এমন আচরণ শিক্ষার্থীর কাছ থেকে বিরত থাকতে হবে যেন কোন শিক্ষার্থী স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের কাছে যেতে না হয়। ১২ মার্চ জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যায়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন এর সভাপতিত্বে ও স্কুলের সাবেক ছাত্রী তৃপ্তির উপস্থাপনায় বিশেষ অথিতির মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হায়দর আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সমাজসেবী আব্দুল মতিন শাহীন প্রমুখ।