মাধবপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

5

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে মাধবপুরে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় মাস্ক না পরা ও মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখা, মাস্ক পকেটের রাখা, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ৯ জন ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে ৮ জনকে পাঁচশত টাকা ও ১ জন একহাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলা জগদীশপুর তেমুনিয়া বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।