আ.ফ.ম. কামাল স্মরণে কেমুসাস’র শোকসভা ॥ তিনি ছিলেন প্রচারবিমুখ মানবপ্রেমিক

18

আ.ফ.ম. কামাল ছিলেন একজন শিক্ষানুরাগী, প্রকৃত সমাজসেবক, প্রচারবিমুখ দেশপ্রেমিক তথা মানবপ্রেমিক মানুষ। তার স্মৃতি-অবদান সিলেটের মানুষ সহজে ভুলে যাবে না, শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক সিলেট পৌরসভার চেয়ারম্যান আ.ফ.ম. কামাল স্মরণে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত বুধবার গুণীজন মূল্যায়ন সেলের উদ্যোগে আয়োজিত শোকসভায় বক্তারা একথা বলেন।
সাহিত্য সংসদের সহ-সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদের (অব.) সভাপতিত্বে ও সেলের আহবায়ক সেলিম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, প্রবীণ কলামিস্ট রফিকুর রহমান লজু, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, শিক্ষাবিদ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, এডভোকেট কয়সর আহমদ, এডভোকেট আবদুস সাদেক লিপন, আহমদ মাহবুব ফেরদৌস, সৈয়দ মোহাম্মদ তাহের, বেলাল আহমদ চৌধুরী, সাহেদ হোসাইন, মরহুমের বড়ো ছেলে মুর্শেদ কামাল, রুহুল আমিন নগরী এবং সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামসির হারুনুর রশীদ ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাসউদ খান। বিজ্ঞপ্তি