করোনায় সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু

13

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে সিলেটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে। গত শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে দেওয়া করোনার দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১০৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ৮৯ জন এবং সুনামগঞ্জ জেলায় ১২ জন ও হবিগঞ্জে ২ জন রয়েছেন। ফলে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩ জন ও মৌলভীবাজারের ৮৯৮ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১২৯ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন। সিলেট বিভাগে ৩ হাজার ২০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৬৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জের ৫৪০ জন ও মৌলভীবাজার জেলার ৪৭২ জন। করোনা আক্রান্ত ২০৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৯ জন।