সরকার দেশটাকে পৃথিবীর সর্ববৃহৎ কারাগারে পরিণত করেছে -অ্যাড.এমরান চৌধুরী

4

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সরকার দেশটাকে পৃথিবীর সর্ববৃহৎ কারাগারে রুপান্তরিত করেছে। বিএনপির সকল শীর্ষ নেতাকে রাজবন্দী করো তারা আবারো নৈশভোটের একতরফা নির্বাচন করার পাঁয়তার করছে। জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক বেঁচে থাকতে সরকারের কোনো নীল নকশা বাস্তবায়ন হবে না। তাই দেশকে বাঁচতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের একদফা আন্দোলনে সকল শ্রেণীপেশার মানুষকে যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সময় আর বেশী বাকি নেই, ফ্যাসিবাদকে বিদায় নিতে হবে। মজলুম জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
সোমবার বেলা ২টার দিকে কোর্ট চত্বরে আয়োজিত আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে চলমান একদফা দাবীর প্রতি একাতœতা জানিয়ে এবং যুবদল নেতা শহীদ জিলু আহমদ দিলু হত্যার প্রতিবাদে কোর্ট প্রাঙ্গণে মিছিল শেষে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অভিলম্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্টু নির্বাচনের দাবী জানান আইনজীবীরা।
মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির উপদেষ্টা, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট আলী হায়দার, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট খালেদ আহমদ জুবায়ের, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট মো.ইসরাফিল আলী, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মো.আব্দুল মুকিত অপি, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট আব্দুল হালিম রায়হান, এডভোকেট রুহিনা বেগম, এডভোকেট জেবুন নাহার সেলিম, এডভোকেট মো.ছমির উদ্দিন, এডভোকেট মো.লিয়াকত আলী, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট তাহমিনা রেজা চৌধুরী, এডভোকেট নাদিরা আক্তার চৌধুরী, এডভোকেট মনজুর ইলাহি সামি, এডভোকেট মুহিদুল হক, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট মো.রাজ্জাক খান রাজ, এডভোকেট মো.শামীম আহমদ, এডভোকেট এবিএম শিপন, এডভোকেট মো.মোজাক্কির হোসেন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট গোলাম আযম, এডভোকেট মো.নিজাম উদ্দিন, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট আব্দুল মুহিত জাবেদ, এডভোকেট জাবের হোসেন, এডভোকেট রিয়াজ ও এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি