জগন্নাথপুরে তৃতীয় বারের মতো বন্যা, জনমনে আতঙ্ক

5

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে তৃতীয় বারের মতো বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২ দিনের টানা বৃষ্টিপাতে বেড়েই চলছে বন্যার পানি। আবারো বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহামারি করোনা ও বন্যা যেন জগন্নাথপুর বাসীর পিছু ছাড়তে ছাইছে না। এ যেন মরার উপর খাড়ার ঘা। করোনা ও বন্যার সাথে মোকাবেলা করতে করতে মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন। এতে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। তবুও বেঁচে থাকার তাগিদে প্রাকৃতিক দুর্যোগ করোনা ও বন্যার সাথে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন অসহায় মানুষ।
যদিও সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে সুনামগঞ্জ জেলা এলাকায় তৃতীয় বারের মতো বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবারো বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়।