কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে

4

স্টাফ রিপোর্টার :
বরাকের খরস্রোতা নদী হিসাবে খ্যাত কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত। কুশিয়ারা নদীর উৎস মুখ আমলসিদে পানির প্রবাহ ক্ষণে-ক্ষণে বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে। নদী তীরবর্তী জন সাধারণ আতংকিত যে কোন সময় বাঁধ ভেঙ্গে গেলে কুশিয়ারার তীরবর্তী অসংখ্যক গ্রামাঞ্চল সহ বেশ কয়েক উপজেলা প্লাবিত হয়ে পড়বে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, কুশিয়ারার উৎস মুখ আমলসিদ, জকিগঞ্জ শহর, ভুয়ারমুরার ঢালা, বিয়ানীবাজারের চরিয়া, শেওলা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্ন পয়েন্ট গুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলাকে বন্যার হাত থেকে রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিকল্প নেই।
জকিগঞ্জ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জকিগঞ্জের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাবে, দেখা দিবে অনাকাক্সিক্ষত বন্যা। তাই কুশিয়ারার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে স্থানীয়রা মনে করেন।