ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবি বিএনপি নেতাদের

2

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার নয় বছর পূর্ণ হয়েছে।
এই নয় বছরে পরিবার থেকে শুরু করে নেতাকর্মীরা হাল ছাড়েননি। ইলিয়াস আলীর ফেরার আশায় আছেন সিলেট বিএনপি নেতারা।
রবিবার (১৮মার্চ) সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সদস্যসচিব এডভোকেট এটিমএম ফয়েজ, মো. নাজিম উদ্দিন লস্কর, আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলা মিয়া, খছির মিয়া, খছরুজ্জামান খসরুসহ ২০১ সদস্যের নেতৃবৃন্দ।
তারা এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, তাঁর গাড়ি চালক আকসির আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদসহ সকল গুম হওয়া নেতৃবৃন্দকে অভিলম্বে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে জোরালো আন্দোলন দানা বাধে ইলিয়াস আলীর নেতৃত্বে।
আন্দোলনে ইলিয়াস আলীর সঙ্গীদের মধ্যে অন্যতম ছিলেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যন। তাঁর মতে, আঞ্চলিক ইস্যুতে সেই রকম আন্দোলন অতীতে কোনো রাজনৈতিক সংগঠন গড়তে পারেনি। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, এই নয় বছরে অনেক কিছুতেই পরিবর্তন হয়েছে। কিন্তু ইলিয়াস আলী আছেন এ কথায় কোনো পরিবর্তন নেই। দিন দিন বরং বদ্ধমূল হচ্ছে। সবারই এক আশা, ইলিয়াস আলী একদিন ফিরবেনই। তখন বের হয়ে আসবে তাঁর গুম করার রহস্য।
তিনি অবিলম্বে বিএনপির সকল গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দিতে সরকার প্রদানের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি