জোছনার আমন্ত্রণ

7

নুরজাহান শিল্পী

আমি গোধূলির রঙ স্পর্শ করেছি, প্রেমে অপ্রেমে,
দেখা অদেখায়,
বিষন্ন কুহেলিকায় সম্পর্কের দর্পণে।
আকণ্ঠ ভালোবাসা নিয়ে প্রতীক্ষারত কবিতার পংক্তিতে,
দেখেছি ফুরিয়ে যাওয়ার ও থেকে যায় অফুরন্ত কিছু।
বাদল দিনে খুঁজি অতৃপ্ত ভালোবাসার অপূর্ণ ছোঁয়া।
রাগ অনুরাগে দুটি মন বাধা।
কুয়াশা ঢাকা রাতের হালকা,
আগুনের তাপে শিশির ভেজা ঘাসের নগ্ন হেঁটে চলায়।
হৃদয় মাঝে আপন সাজে সন্ধ্যার মায়ায়
অব্যক্ত যন্ত্রণার গহ্বরে
এলে জীবন বিপন্নতায় কি দিয়ে স্বাগত জানাই ?
আছে বিন্দু ফোঁটা অশ্রু জল নিও জোছনার আমন্ত্রণে।