কবি ফররুখ আহমদের শততম জন্মদিন ও পুনর্মিলনী পালন করলো মুক্তাক্ষর

79

অনিন্দ ভালোবাসার মধ্য দিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের উদ্যোগে কবি ফররুখ আহমদের শতমত জন্মদিন পালন উপলক্ষে আনন্দ পুনর্মিলনী, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ জুন শুক্রবার বিকেল ৫টায় নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে আয়োজন করা হয়।
মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে ও দিপীকী দের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একামেীর সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাঃ নুরুল আম্বিয়া।
কবি ফররুফ আহমদের শতমত জন্মদিন ও আনন্দ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষরে পরিচালক প্রশিক্ষক বিমল কর। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সিলেটের সদস্য মুবিন হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রিয়াশ্রী কর পিউ, ত্রয়ী ও বর্ণিল।
কবি ফররুফ আহমদের কবিতায় আবৃত্তি করেন প্রান্ত, তাহিয়া ইয়াসমিন, পূজা, রাফি, আদিত্য, আরিফ, আনিশা, আব্দুল্লাহ তাবাসসুম, নির্ঝর, স্নেহা, শুচি, যুবরাজ, রিতম। বিজ্ঞপ্তি