গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

4

স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় আনারস আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেলেন সিরাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় অবৈধ পথে ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করেন সিরাজ উদ্দিন। এ সময় ভারত সীমান্তের প্রবেশ করে আনারস আনতে যান। আনারস নিয়ে আসার সময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গতকাল রাতে এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদের সাথে যোগাযোগ করা হলে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিছনাকান্দি সীমান্তে সিরাজ উদ্দিন অবৈধভাবে ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে আনারস আনতে যান। এ সময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।