ওসমানী হাসপাতালে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ॥ চিকিৎসক সংকট দূর করতে ২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে

74
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের চিকিৎসক সংকট দূর করতে আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার, সেই সাথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অচিরেই প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল ও একটি করে কিডনি হাসপাতাল নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বুধবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও সেবক সেবিকাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মো. ময়নুল হকের সভাপতিত্বে ও বি.এম.এ সাংগঠনিক সম্পাদক ডা. আজিজুর রহমান রুম্মানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জি এম. সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মাহবুবুল হক।
সম্মানিত অতিথির মধ্যে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মো.আসাদ উদ্দিন আহমদ, ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব প্রফেসর এম.এ. আজিজ চৌধুরী, আহবায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল শাখার ছাত্রলীগের সভাপতি সৌরভ সরকার, সেক্রেটারী সজল চক্রবর্তী, যুন্ম সম্পাদক বুদ্ধ দেব কর, সাংগঠনিক সম্পাদক মাহবুব হৃদয় প্রমুখ। সভার শুরুতে ভাষার মাসে ভাষা শহীদদের স্মরনে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
মতবিনিময় অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, দু’একটি হাসপাতালে দুদক ডাক্তার দের উপস্থিতি দেখতে গিয়েছিলো এর পর কিছু পরামর্শ দিয়েছে যাতে করে স্বাস্থ্য সেবায় আরো স্বচ্ছতা আসে সেই পরামর্শ গুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান মন্ত্রী।
এরআগে দুপুরে বিমানযোগে ২ দিনের সফরে সিলেট আসেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।