১২ ঘণ্টার ব্যবধানে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

2

স্টাফ রিপোর্টার :
১২ ঘন্টার ব্যবধানে সিলেটে আবারও ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল ভোর ৪টা ৪০মিনিটে এই ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি আবহাওয়া অফিস জানিয়েছে। এর আগে গত রবিবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এদিকে সিলেটে পরপর ভূমিকম্প হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গতকাল সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে সিলেট অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩০১ কিলোমিটার দক্ষিণ পূর্ব ও সিলেট থেকে ৩৫২ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ভারত ও মায়ানমার সীমান্ত এলাকা। তিনি বলেন, যদি সিলেটের উত্তর দিকের ভারতের ডাউকি সীমান্ত এলাকায় ১০ থেকে ১২ কিলোমিটার ভূমিকম্পনের গভীরতা হতো তাহলে সিলেটের ক্ষয়ক্ষতির পরিমান কয়েকগুণ হতো।