ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা ২০৪ জন, নতুন শনাক্ত ১০

29

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে।
প্রতিদিনই যোগ হচ্ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই করোনা পজেটিভের সংখ্যা এখানে ২০০ এর কোটা অতিক্রম করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ১৯ জুন নতুন আরো ১০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পৌর শহরে ৭ জন এবং জাউয়া ইউনিয়নে ৩জন। নতুন ১০ জনসহ এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৪ জনে। নতুন আক্রান্তরা হলেন, শহরের মন্ডলীভোগ এলাকায় ২জন, চরেরবন্দ ১জন, উপজেলা চত্ত্বর এলাকার ১জন, বাগবাড়ী ১জন, দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া) ১জন, বাজনামহল ১ এবং জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর গ্রামে ৩ জন। নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।