ঈদের আমেজ কাটেনি নগরী এখনও ফাঁকা

19
ঈদের ২য় দিন নগরীর সকল রাস্তা এই রকম ফাঁকা দেখা যায়।

স্টাফ রিপোর্টার :
ঈদের ৩দিন অতিবাহিত হলেও এখনও কাটেনি ঈদের আমেজ। সরকারী অফিস আদালতে এখনও চলছে ঈদের ছুটি। পরিবার পরিজন নিয়ে শহর ও শহরতলীর অনেক মানুষ ঈদ কাঠাতে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ায় চিরচেনা সিলেট নগরী অনেকটা ফাঁকা। নগরীর অতিগুরুত্বপূর্ণ জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় প্রতিদিনকার সেই বিরক্তিকর যানজট আর নেই। ঈদের আনন্দ উদযাপনে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে। তবে অন্যান্য বারের চাইতে এবার সিলেটে ঈদের ছুটি কাটাতে সিলেটে আসা পর্যটকদের সংখ্যা তুলনামূলক কম বলে জানা গেছে বিভিন্ন হোটেল মোটেলের মালিক ও ম্যানেজারদের সাথে কথা বলে।
তবে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, বিছনাকান্দি, পান্থমাই, মাধবকুন্ড ও রাতারগুলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শানার্থীদের সংখ্যা অনেক বেশী। এছাড়া ঈদ আনন্দ উদযাপনে অনেকেই পরিবারের ছোট ছোট বাচ্চাদের নিয়ে নগরীর ওসমানী উদ্যান ও নগরী থেকে একটু দুরে ওসমানী বিমানবন্দর সংলগ্ন এ্যাডভেঞ্চার ওয়াল্ডে ছুটে যাচ্ছেন। সিলেটের বাইরে গোলাপগঞ্জে ড্রিমল্যান্ড পার্কেও প্রচুর দর্শানার্থীদের উপস্থিতি। অনেকেই আবার এসব জায়গার বাহিরে কীন ব্রীজ, সেলফি ব্রীজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মালনীছড়া ও লাক্কারতুরা চা বাগান এলাকাগুলোতে ঘুরে ফিরে ঈদের আনন্দ উদযাপন করছেন। কাল রবিবার ঈদের ছুটি শেষ হলে আগামী সোম অথবা মঙ্গলবার থেকে নগরীতে আবারও কর্মচঞ্চলতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।