ওসমানীনগরের এসিল্যান্ড করোনা আক্রান্ত

20

শিপন আহমদওসমানীনগর থেকে :
ওসমানীনগরে এসিল্যান্ডসহ (সহকারী কমিশনার, ভূমি) নতুন করে দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। উপজেলায় এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী জানান, সোমবার রাতে সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে ওসমানীনগর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) (৩০)ও উপজেলার তাজপুর ইউপির দুরিয়ারবন্দ এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিকশা চালক হাবিব মিয়ার এক আত্মীয় (৩০) করোনা পজেটিভ এর রির্পোট আসে।
রিকশা চালক হাবিব মিয়ার আত্মীয়র বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরাইল গ্রামে। এ মহিলা বর্তমানে উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থেকে নবনির্মিত উপজেলা কম্পেক্স কাজের মেস্ত্রীদের রান্নার কাজ করছেন। করোনায় আক্রান্ত এই মহিলা মৃত রিকশা চালক হাবিব মিয়ার সংস্পর্শে গিয়েছিলেন বলে ধরণা করা হচ্ছে। গত ২৩মে করোনায় আক্রান্ত এসিল্যান্ড ও মৃত হাবিব মিয়ার আত্মীয় মহিলা নমুনা প্রদানের পর গতকাল সোমবার রাতে রিপোর্ট পজেটিভ আসে বলে জানান তিনি।