বিভিন্ন দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচি পালন

10

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সিলেট জেলার শ্রমজীবীদের মধ্যে ত্রাণ ও অর্থ সহযোগিতা নিশ্চিত করা, সবেতন চা বাগান বন্ধ ও লে-অফ, শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শহীদ মিনার এ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মুখলেসুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ” করোনায় শ্রমজীবী-নিম্ন আয়ের মানুষ আছেন চূড়ান্ত সংকটে, পাচ্ছেন না প্রয়োজনীয় ত্রাণ সহযোগিতা। সরকার সবাইকে ত্রাণ দেয়া হচ্ছে বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। বাস্তবে শহরে কাউন্সিলর ও গ্রামে মেম্বারের মাধ্যমে ত্রাণ দেয়া হচ্ছে, তারা ভোটার কার্ড দেখে ত্রাণ দিচ্ছেন। এর ফলে জীবন জীবিকার তাগিদে শহরে বসবাস করা বিরাট সংখ্যক মানুষের কাছে কোন ত্রাণ সহযোগিতা পৌছাচ্ছে না। আবার ত্রাণ বিতরণের ব্যাপারে নানা অনিয়মের অভিযোগ ও উঠেছে। এদিকে সারা দেশ লক ডাউন করলেও চালু আছে চা বাগান। সিলেটের চা বাগনেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই চা শ্রমিকদের সবেতন ছুটি দেয়া এখন সময়ের দাবি। আবার পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে লে-অফ ও শ্রমিক ছাঁটাই চলছে। এতে চাকুরি ও কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। বেতন ভাতা পরিশোধ নিয়ে চলছে মালিকশ্রেণীর তালবাহানা। তাই এই সংকটে সকল সেক্টরের শ্রমজীবী মানুষের ত্রান ও নগদ সহযোগিতা নিশ্চিত করা এবং করোনার অজুহাতে শ্রমিক ছাটাই বন্ধের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি