কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দোপাধ্যায়

12

কাজিরবাজার ডেস্ক :
পরিযায়ী শ্রমিকদের পাঠানো নিয়ে রেলের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে কথা না বলেই মহারাষ্ট্র থেকে পরপর ট্রেন পাঠানো হচ্ছে বলে বুধবার সরব হয়েছেন তিনি।
তার কথায়, পরিযায়ী শ্রমিকরা আসার পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তাই রাজ্য চেয়েছিল বিশেষ পরিকল্পনা করে পরিযায়ী শ্রমিকদের আনতে। কিন্তু রেল রাজ্যের কথা শোনেনি। পরিস্থিতির সামাল দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মমতা। একইসঙ্গে সংক্রমণ জেলায়-জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরলে তাদের সরকারি কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন মমতা। সেখানেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, স্রেফ ভুল পরিকল্পনা ও ভ্রান্ত ব্যবস্থাপনার জন্য সারাদেশে করোনা ছড়াচ্ছে। রেল রাজ্যের সঙ্গে কথা না বলে পরিযায়ী শ্রমিকদের ইচ্ছামতো পাঠানো হচ্ছে।
এ বিষয়ে তিনি মহারাষ্ট্রের কথাও তুলে ধরেছেন। বলেছেন, মহারাষ্ট্র থেকে একসঙ্গে ৪০টি ট্রেন পাঠানো হচ্ছে।