আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের অনুষ্ঠানে মেয়র আরিফুল হক ॥ কিছু মানুষ ছড়া ও খালে যেভাবে আবর্জনা ফেলছে তা বরদাশত করার মত নয়

10

আপনি কি নদী ভালোবাসেন? আপনার নগরকে ভালোবাসেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী চান? তাহলে মিনতিপত্রটি মন দিয়ে পড়ুন। এমন শিরোনামে একটি মিনতিপত্রের মোড়ক উন্মোচন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সিলেটের সুরমা নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে নগরবাসীকে ‘মিনতিপত্র’ পাঠাবে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার ও সিলেট সিটি কর্পোরেশন ।
গতকাল শনিবার সন্ধ্যায় দরগা হযরত শাহজালাল (রহ.)-এর প্রধান ফটকে এই মিনতিপত্রের মোড়ক উন্মোচন করেন সিসিক মেয়র আরিফ।
‘মুজিব বর্ষ’-কে সামনে রেখে এই মিনতিপত্র আগামী ১৭ মার্চ থেকে সিলেট নগরের বিভিন্ন খাল ও ছড়ার নিকটবর্তী বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হবে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার-সুরমা করব পরিষ্কার’-এই শ্লোগানকে সামনে রেখে প্রায় পঞ্চাশ হাজার সচেতনতামূলক ‘মিনতিপত্র’ বিতরণ করা হবে সিলেটের ছড়া ও খালের তীরবর্তী এলাকার মানুষের মধ্যে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম আনুষ্ঠানিক ভাবে এই মিনতিপত্র মেয়রের হাতে তুলে দিলে মেয়র ‘মুজিব শতবর্ষ’ ব্যাপী এই খাল ও ছড়াকে দূষণমুক্ত করার কার্যক্রম শুরুর ঘোষণা প্রদান করেন।
বাপা ও সুরমা রিভার ওয়াটারকিপার সিলেটের সুরমাসহ অন্য নদী দখল ও দূষণ করতে কাজ করে যাচ্ছে । প্রতি বছর আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে এই দুটি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে নদীর প্রতি মানুষের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।
এ বছর সিলেট মহানগরের ভেতর দিয়ে প্রবহমান ছড়া ও খাল নাগরিক বর্জ্যে সয়লাব হয়ে যাওয়ায় নাগরিকদের বিবেকবোধকে নাড়া দিতে এই মিনতিপত্র ছড়া ও খালের নিকটবর্তী বাসা-বাড়িতে পৌছে দিয়ে সুরমা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে এই মিনতিপত্র প্রেরণ করা হবে।
মোড়ক উন্মোচনকালে মেয়র আরিফ বলেন, সিলেটের খাল ও ছড়া উদ্ধারে ও পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু মানুষ ছড়া ও খালে যেভাবে আবর্জনা ফেলছে তা বরদাশত করার মত নয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার। তবুও পরিবেশবাদীদের এই মিনতির মাধ্যমে শোধরানোর কার্যক্রমে আমরা যুক্ত থাকলাম।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের সংগঠক খালেদ মুরশিদ মুন্না, ফকির সোহেল, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, এসনিক-এর সভাপতি জুরেজ গুলজার, রাজারগল্লী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন মুনিম, বাপার সুপ্রজিৎ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি