মুক্তিরচক থেকে বিপুল পরিমাণ পাতার বিড়ি ও হাইয়েস গাড়ী উদ্ধার

12

স্টাফ রিপোর্টার :
শহরতলীর মুক্তিরচক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও হাইয়েস গাড়ী উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার সন্ধ্যায় এই বিড়ি ও গাড়ীটি উদ্ধার করা হয়।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায়, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রঃ) থানার মুক্তিরচক জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় (ঢাকা মেট্রো ছ ১৫-১২৭১) নং একটি হাইয়েস গাড়ী ও গাড়ীতে থাকা ১ লক্ষ ৩৩ হাজার শলাকা ভারতীয় শেখ নাসরুদ্দিন বিড়ি পেয়ে জব্দ করেন। তখন গাড়ীতে থাকা গাড়ীর চালক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীরা গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়। পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিকি মূল্য ২৭ লক্ষ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে শাহপরান (রহঃ) থানায় এজাহার দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।