দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে কাজ করতে হবে – কমরেড দিলীপ বড়–য়া

31
দক্ষিণ সুরমার লালাবাজারে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়–য়া।

বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ১৪ দলের শীর্ষনেতা, সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়–য়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে করা। সকল দেশপ্রেমিক তাকে সহযোগিতা করা উচিত। তিনি ধান সহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ এবং মধ্যস্বত্বঃ ভোগীদের বন্ধ করার দাবী জানিয়ে বলেন, শিল্প শ্রমিক, প্রান্তিক কৃষক ও ভূমিহীনসহ অসহায়দের পূর্ণ রেশনিং প্রথা চালু করার জোর দাবী জানান। তিনি এ ধরনে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি গত ১৯ জুন বুধবার লালাবাজার ইউনিয়নের বাখরখলা দশহাল হারুন মিয়ার বাড়িতে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নাগরিক কমিটির সভাপতি মাষ্টার বারিক মিয়া ও হাজী আব্দুন নূর এর পৃথক পৃথক সভাপতিত্বে এবং দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা শাহ জামাল আহমদে এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের পলিট ব্যুরোর কেন্দ্রীয় নেতা কমরেড ধীরেন সিংহ্, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা মশাহিদ আলী, সিলেট জেলা নেতা অধ্যক্ষ ব্রজগোপাল দে চৌধুরী, জেলা যুব আন্দোলনের নেতা আজাদ আহমদ, জালালপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুপন মিয়া, জালালপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মকদ্দছ আলী, শাহীন আহমদ, যুবনেতা নাজির হোসেন।
সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক, সাবেক মেম্বার ইশ^াদ আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির হারুন মিয়া, আহাদ মিয়া, ফিরুজ মিয়া, সিতাব আলী, মুক্তিযুদ্ধ ছন্দান মিয়া, মুরব্বী ময়না মিয়া, হেলাল আহমদ আকলিছ, ফরহাদ আহমদ, নাজিরবাজার অটোরিক্স (সিএনজি) স্ট্যান্ড শাখার চেয়ারম্যান মোঃ রফিক মিয়া, চাম্পলাল দেব, শাহ নুরুল হুদা সুজেল, রহিম আলী, জমসেদ আলী, আব্দুল হামিদ, নিজাম উদ্দিন, রনি আহমদ, আনোয়ার আলী, হুশিয়ার আলী, ব্যবসায়ী আব্দুল মন্নান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জালাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি