জগন্নাথপুরে পৃথক ৯ গ্রামে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

31

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ২৯ রমজান শনিবার দিন ব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়েছে। একই দিনে পৃথক ৯ গ্রামে সংঘর্ষে নারী সহ কমপক্ষে অর্ধ শতাধিক আহত লোক আহত হয়েছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলার লামা রসুলপুর, পূর্ব বুধরাইল, চিলাউড়া, নারিকেলতলা, নোয়াগাঁও, জয়নগর, আটঘর নোয়াগাঁও, শ্রীমতিপুর ও স্বজনশ্রী গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লামা রসুলপুর গ্রামের আহতরা হলেন, সিরাজুল হক, আবদুল লতিফ, জাকারিয়া আহমদ, টিপু সুলতান, হুমায়ূন কবির, বকুল মিয়া, কবির মিয়া, তাজ উদ্দিন, কাওছার মিয়া, নজির আলী, শহিদ মিয়া, শফিক আলী, আনহার মিয়া, বাবুল আহমদ, নুরুল ইসলাম, জয়নাল মিয়া, সাবাজ উদ্দিন, রফিকুল ইসলাম, ফঠিক মিয়া, মকছন আলী, ফারুক আহমদ ও মাহবুব মিয়া। পূর্ব বুধরাইল গ্রামের নজরুল ইসলাম, নুর উদ্দিন, শহিদুল ইসলাম, নুরুল মিয়া ও জাকির হোসেন। চিলাউড়া গ্রামের শিপা বেগম, মকদ্দুছ মিয়া, নোয়াগাঁও গ্রামের সুলতানা বেগম, আটঘর নোয়াগাঁও গ্রামের নেছাফর মিয়া, জয়নগর গ্রামের জয়ফুল বিবি, স্বজনশ্রী গ্রামের আপ্তাব উদ্দিন দুদু, নারিকেলতলা গ্রামের সুন্দর আলী, সমছু মিয়া ও শ্রীমতিপুর গ্রামের মোতাহিদ আলী।
এর মধ্যে জাকারিয়া আহমদ, বাবুল আহমদ, কাওছার মিয়া, নেছাফর মিয়া, নজরুল ইসলাম, নুর উদ্দিন, শহিদুল ইসলাম, আপ্তাব উদ্দিন দুদু ও জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।