শুকতারা

15

জিল্লুর রহমান পাটোয়ারী

আগের মতো শুকতারাটা,
দেয়না আলো ভালো –
সারাটাদিন মুখ করে ভার,
মুখটাতে নাই আলো।

আকাশপানে দুচোখ তাকাই,
একটু আলোর খোঁজে –
শুকতারাটা দেয়না আলো,
আমার হৃদয় মাঝে।

আলো তাহার কাঁজল চোখে,
দিচ্ছে কালোর জল –
রোজ সারাদিন এমনি কাটে,
ক্ষীণ হয় বাহুবল।

শুকতারাটা আসবে কবে,
দেবে আমায় আলো –
তারি খোঁজে রোজেই থাকি,
কাটবে কবে কালো।