কানাইঘাটে ৩০টি মন্ডপে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে

6

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উপজেলার ৩০টি মন্ডপে পালিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা পালনে প্রতিটি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা দেবী দুর্গার আশির্বাদ পেতে ধর্মীয় আরাধনা সহ নানা ধরনের অনুষ্ঠান পালন করে যাচ্ছে। প্রতিটি মন্ডপে উৎসবের আমেজে দুর্গাপূজা পালিত হচ্ছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার সদস্যদের সক্রিয় ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। থানার ওসি শামসুদ্দোহ পিপিএম প্রতিটি দুর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা তদারকী করছেন। এদিকে গতকাল মহা নবমীতে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএপ, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জামাল উদ্দিন, এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।