রণেশ ঠাকুরের ঘরে অগ্নিসংযোগকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে – চারণ সাংস্কৃতিক কেন্দ্র

13
রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার প্রতিকী মানববন্ধন।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য প্রখ্যাত বাউল শিল্পী রনেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে দুর্যোগকালীন আবহাওয়ার মধ্যে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ মে বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে প্রতীকী মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, যুব ইউনিয়ন নেতা মতিউর রাফু, শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুর এর গানের ঘরে আগুন দেয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে আগুন দেয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি করেন। এবং পুড়ে যাওয়া ঘর, বাদ্যযন্ত্র, আসবাবপত্রের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি