স্ন্যাপশট মিটারিং সিস্টেমে মিটারে রিডিং গ্রহণে বিউবো’র সাথে চুক্তি সম্পাদিত

102

বিউবো’র বিতরণ জোনের ৪টি দপ্তরে স্ন্যাপশট মিটারিং সিস্টেমে (মোবাইল ফোনের মাধ্যমে মিটারের ছবি তুলে) মিটারের রিডিং গ্রহণ এবং বিল বিতরণের জন্য মেসার্স মুন্সী ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটস নামীয় প্রতিষ্ঠানের সহিত বিদুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি সম্পাদিত হয়। যার প্রেক্ষিতে বর্তমানে অত্র জোনের ২টি দপ্তরে স্ন্যাপশট মিটারিং সিস্টেমে মিটারের রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কার্যক্রমম চালু করা হয়েছে। পূর্বে কিছু কিছু গ্রাহকের মিটার এর বিপরীতে এস্টিমেটেড বিল প্রদান করা হতো এবং কোন কোন মিটার এর সহিত বিলের মিটার রিডিং এর মিল পাওয়া যেতো না। যার ফলে গ্রাহকগণ বিভিন্ন সমস্যায় পড়তেন। এই নিরসনের লক্ষ্যে স্ন্যাপশট মিটারিং সিস্টেমে (মোবাইল ফোনের মাধ্যমে মিটারের ছবি তুলে) মিটার এর রিডিং গ্রহণ চালু করা হয়। ইহাতে প্রাথমিকভাবে গ্রাহকগণের মিটারের পূর্বের কিছু সমস্যাবলীর কারণে অর্থাৎ মিটার এর জমানো ইউনিটের কারণে বিল বেশী হচ্ছে। যা ১ মাস পরই সংশোধন হবে। ওই সময় গ্রাহকগণ স্ন্যাপশট মিটারিং সিস্টেমে (মোবাইল ফোনের মাধ্যমে মিটারের ছবি তুলে) মিটার এর রিডিং গ্রহণ সঠিক সুফল ভোগ করতে পারবেন। কোন গ্রাহকের অসামঞ্জস্যপূর্ণ বিল হবে না। অর্থাৎ যা মিটারে দৃশ্যমান তার বিপরীতেই বিল হবে। বিষয়টি সম্পর্কে গ্রাহক পর্যায়ে তথ্যের ভিন্নতা থাকায় গ্রাহকগণ বিভিন্ন সময় অভিযোগ করেন। বিজ্ঞপ্তি