ওসমানি হাসপাতালের পরিচালক সহ ৭ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন দৈনিক দুনিয়া আখেরাত সম্পাদক ডাঃ মখলিছউর রহমান

31

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রি. জেনারেল ইউনুছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে২৬ এপ্রিল এক আইনি নোটিশ পাঠিয়েছেন দৈনিক দুনিয়া আখেরাত পত্রিকার সম্পাদক সিলেট নগরীর প্রবীণ চিকিৎসক ও রাজনীতিক ডাঃ মখলিছউর রহমান। নোটিশে সিলেট ওসমানি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মইন উদ্দিনকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগী হিসাবে উন্নত চিকিৎসা প্রদানে ব্যর্থতা এবং ফুলমালা নামক জনৈক রোগীনিকে করোনায় আক্রান্ত নয় অথচ করোনা সন্দেহে মৃত ঘোষণা করে দাফন করায় কর্তব্য কাজে গাফিলতি, দায়িত্বে অবেহেলা ও অমানবিক নিষ্ঠুর আচরন করা হয়েছে বিধায় কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না তার সন্তোষজনক জবাব জানতে চাওয়া হয়। নোটিশ পাঠানোর তারিখ থেকে ৭ দিনের মধ্যে জবাব চেয়ে উক্ত আইনি নোটিশ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস ও ই- মেইলে পাঠিয়েছেন ডাঃ মখলিছউর রহমান নিযুক্ত আইনজীবী আবু মোঃ আব্দুলাøহ বুলবুল।
যাদের নামে নোটিশ পাঠানো হয় তারা হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক আব্দুল কালাম আজাদ, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রি. জেনারেল ইউনুছুর রহমান, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সুশান্ত কুমার মহাপাত্র এবং ২০ মার্চ থেকে ২২ মার্চ ২০২০তাং এবং ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিলে ২০২০ ইং তারিখে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেসন ও আইসিউ((ওঈট) সেন্টারে কর্মরত চিকিৎসক ও সংস্লিষ্ট সেবা প্রদানকারীগণ। (খবর সংবাদদাতার)