সিলেটের ব্যবসায়ী রাসেলের খাদ্য সামগ্রী বিতরণ

16

নগরীর উপশহর সোনারপাড়া নবারুন আবাসিক এলাকার বাসিন্দা স্যানিটারি কোম্পানী সাজন এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী রাসেল আহমদ চৌধুরী স্থাপন করলেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ যখন গৃহবন্ধি, কেউ যখন বাইরে বের হতে পারছেননা । তখন মানবতার ডাকে সাড়া দিয়ে নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রীর উপহারের প্যাকেট নিয়ে হাজির হলেন তিনি। সোনারপাড়া ও তার নিজ জন্মস্থান মৌলভীবাজারের সদর এলাকায় প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারের মধ্যে তিনি রমজান মাসের জন্য চাল, ডাল, তেল, পিঁয়াজ, চানা, খেজুর প্রদান করেন ও করছেন। তার এই মহতি উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। রাসেল আহমদ চৌধুরী জানান, আমি আমার বিবেকের তাগিতে এগিয়ে এসেছি গৃহবন্দী অসহায় মানুষের পাশে। এমনি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে কেউ ক্ষুধার্ত থাকবে না। তিনি সবাইকে এই কঠিন সময়ে সচেতনতার পাশাপাশি ঘরে অবস্থান করার আহবান জানান। বিজ্ঞপ্তি