আলোচনা সভায় শফিকুর রহমান চৌধুরী ॥ রকীব শাহের মরমিয়া ভাবনা আমাদের উজ্জীবিত করে

2

সংসার-জীবনে রকীব শাহ অত্যন্ত কর্তব্যপরায়ণ, বিবেকবান এবং আদর্শ পুরুষ ছিলেন। সংসারধর্ম মেনে ভাববিশ্বে এবং অধ্যাত্মসাধনায় মগ্ন ছিলেন। তাঁর গান-কবিতা-প্রবন্ধে অধ্যাত্মচিন্তাই অভিব্যক্ত হয়। তাঁর মরমিয়া ভাবনা আমাদের উজ্জীবিত করে।
গতকাল শুক্রবার রকীব শাহ পরিষদ আয়োজিত ‘রকীব শাহের জীবন, সাহিত্য ও সাধনা’ শীর্ষক আলোচনা সভায় আলোচকবৃন্দ এ কথাগুলো বলেন।
তিনদিনব্যাপী ৫৪তম বার্ষিক ওরস উপলক্ষে আলোচনা সভার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লাগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
পরিষদের সহ সভাপতি এডভোকেট এম এ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৌল্লারগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো. মখন মিয়া, মহানগর আওয়ালী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, সিলেট স্টেশন ক্লাবের সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মুরশেদ আহমদ চৌধুরী।
শহরের কাজিটুলায় রকীব শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন পরিষদের সদস্যসচিব স্থপতি কাজী আরিফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন নুরুল ইসলাম, জালালউদ্দিন আল কাদরি, জিয়াউর রহমান, লিমন আহমদ, রাইসুল ইসলাম সনি, সাদিকুর রহমান। বিজ্ঞপ্তি