কোম্পানীগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

5

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরীফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমদ, উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার।