বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সিলেটে শুরু হলো ৫ দিনব্যাপী একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব

17
জেলা শিল্পকলা একাডেমিতে একুশের বইমেলা ও লোক সংস্কৃতি উৎসবে নৃত্য পরিবেশন করছে শিল্পীরা।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২য় বারের শুরু হয়েছে মতো ৫ দিনব্যাপী একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব। গতকাল নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজনটির শুভ উদ্বোধন হয়। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ; বিশিষ্ট কবি ও লেখক তুষার কর; মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ; বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে শেরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। সাংস্কৃতিক পর্বে একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ, ফাহিমা আলভী রহমান রিফা ও ফারিয়া তাহসীন প্রিমার উপস্থাপনায় পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ, জ্যোতি ভট্টাচার্য্য ও প্রতিভা রায় কেয়ার পরিচালনায় এবং একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। আমন্ত্রিত সংগঠন হিসেবে সিলেট নৃত্যালয় ও শ্রীহট্ট ললিতকলা একাডেমি দলীয় নৃত্য এবং অনির্বাণ শিল্পী সংগঠন দলীয় সংগীত পরিবেশন করেন। এছাড়াও গৌতম চক্রবর্ত্তী ও সুমাইয়া ইসলাম শোভার লোকগান পরিবেশন করেন। বইমেলায় ঢাকা, সিলেট ও নারায়ণগঞ্জের ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে আগামী ২৯ ফেব্র“য়ারি প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত। বিজ্ঞপ্তি