সরকার সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়নে কাজ করছে ——— মাহমুদ উস-সামাদ এমপি

12

সিলেট-৩ আসনের এম.পি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন সরকারের পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়ন অবদান রাখছেন। সরকার সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়ন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বেকারত দূর করার পাশাপাশি অস্বচ্ছল লোকদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে। সরকারের এই সুযোগ সুবিধা চাওয়ায় দেশের গরীব, হত দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন। আমাদের দেশের অসংখ্য লোক বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাদের অনুদানে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। প্রবাসীরা যে ভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবীদার।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৩ ফেব্র“য়ারি রবিবার হ্যাল্প ফর ফেঞ্চুগঞ্জ ইউএসএ’র উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল ও দরিদ্র লোকদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হ্যাল্প ফর ফেঞ্চুগঞ্জ ইউএসএ’র সদস্য হোসেন আহমদ এর সভাপতিত্বে ও আতিকুর রহমান সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সদস্য জাহেদ আহমদ সুহেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জাহেদ হোসেন, বিশিষ্ট মুরব্বী আনসার আলী, টিপু সুলতান, লোকমান আহমদ লসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, জামাল আহমদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।
পরে প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলার ৫টি ইউনিয়নের দরিদ্র ও অক্ষম লোকদের মধ্যে হুইল চেয়ার এবং দরিদ্র বেকর মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। বিজ্ঞপ্তি