সিকৃবিতে দু’দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালায় ড. আলমগীর ॥ ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে

4

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষির ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এবং ২০৪১ অর্জনের জন্য কৃষির বিকল্প নেই। মঙ্গলবার (১১ ফেব্র“য়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিনের সদস্য এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৪র্থ শিল্প বিপ্লব কৃষিকে ভিত্তি করেই হবে যাতে নানাবিধ চ্যালেঞ্জ থাকলেও কৃষিবিদরা এ চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেস (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ড. মতিয়ার বলেন, আমাদের নানাবিধ সীমাবদ্ধতার মাঝেও দেশের কৃষি উন্নয়নে সিকৃবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ অতিথির বক্তৃতায় ডিআইজি কামরুল আহসান বলেন, জিডিপিতে কৃষির অবদান অনস্বীকার্য। উন্নয়ন অব্যাহত রাখতে হলে কৃষিকে প্রাধিকার দিতে হবে। বিজ্ঞপ্তি