গ্রীষ্মকালের গরম

3

জিয়াউর রহমান জিয়া :

বৈশাখ ও জ্যৈষ্ঠ নিয়ে
গ্রীষ্ম এলে তুমি,
প্রখর রৌদ্র তাপে
তাপিত হয় ভূমি।

পুকুর নদী খালে বিলে
তলানি হয় জল,
হাট বাজারে মিলে তখন
রসে ভরা ফল।

অসহ্য গরম লাগে
তনু যায় ঘেমে,
হর দুপুরে স্থবিরতা
আসে যেন নেমে।

ভয় লাগে দেখি যখন
রৌদ্রের তাপ
মন চায় পানিতে
দিয়ে দেই ঝাপ।

বারে বারে পিপাসাতে
শুকিয়ে যায় গলা
ছাতা বিহীন রাস্তায়
ভীষণ কষ্ট চলা।