বদিকোনায় ইজতেমা নিয়ে তাবলিগ জামাত দু’পক্ষের উত্তেজনা, নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমঝোতা

10
দক্ষিণ সুরমার চন্ডিপুলে তাবলিগ নিয়ে দিনভর দুই পক্ষের উত্তেজনায় ঘটনাস্থলে পুলিশের অবস্থান।

স্টাফ রিপোর্টার  :
দক্ষিণ সুরমার বদিকোনায় ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে উত্তেজনা পর সমঝোতা হয়েছে।
জানা যায়, দক্ষিণ সুরমার বদিকোনায় সাদপন্থীরা দোয়া মাহফিলের জন্য মৌখিক অনুমতি নেয়। তারা মৌখিক অনুমতি নিয়ে জেলা ইজতেমা করার পাঁয়তারা করছে অভিযোগ করে তা প্রতিহত করার ঘোষণা দেন জুবায়ের অনুসারীরা।

দক্ষিণ সুরমার বদিকোনায় সাদ পন্থীদের অবস্থান।

শুক্রবার বেলা ১১টার দিকে সাদবিরোধীরা দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সাদপন্থীরা বদিকোনা থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকায়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, সকালে খোজারখলায় মার্কাজ মসজিদে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসা হলে কোনো সমাধান আসেনি। তবে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরে একটি সমঝোতা হয়। মাঠে অবস্থানকারী সাদপন্থীদের সন্ধ্যার পর দুপক্ষ যার যার পথে চলে যান বলে জানান তিনি।