সিটি নির্বাচনে যে যেখানে ভোট দেবেন

14

কাজিরবাজার ডেস্ক :
রাত পোহালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। একটানা ২০ দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট চলবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই মাঠে নামতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।
দিনের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তার পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকাল ১০টায় উত্তরা-৫ নম্বর সেক্টরের আইইএস স্কুলে ভোট দিতে যাবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে নিজের ভোট প্রদান করবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। তাপসের মিডিয়া সমন্বয়ক তারিক শিকদার একথা জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রয়োগ করবেন। আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়ক জয়দেব নন্দী একথা জানান।
উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল সকাল ৮টায় মানারাত ইন্টারন্যশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন। দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় তার ভোট দেবেন।