জীবনে প্রতিষ্ঠা লাভে স্বপ্ন দেখার বিকল্প নেই – এডিএম আবুল কালাম

6

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল কালাম বলেছেন, জীবনে প্রতিষ্ঠা লাভে স্বপ্ন দেখার বিকল্প নেই। স্বপ্ন দেখার উপর সফলতা নির্ভর করে। জীবনকে সু-উচ্চ শিখায় পৌছে দিতে প্রথমে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের স্বপ্ন দেখার মাধ্যমে নিজের জীবনকে সাজাতে হবে। এজন্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের জীবনে প্রতিষ্ঠা লাভে কঠোর সংকল্প গ্রহণের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবান জানান।
তিনি ১১ জানুয়ারী শনিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দরস্থ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নব-রূপে যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শাকিল আহমদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজিব কুমার দত্ত এবং সাদেক হোসাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রফেসর এমিরিটাস ইফতেখার আহমদ চৌধুরী, প্রবাসী আফজল হোসেন চৌধুরী, সিলেট সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফাহিমা জিন্নুরাইন, গর্ভমেন্ট কমার্সিয়াল ইন্সটিটিউট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা সুজাতা পারভীন, কেআইএবিআই ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মি. অলিভিয়ার ভ্যালেনজিন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, এফআইভিডিবির প্রাইমারী এডুকেশন প্রোগ্রাম এর কো- অর্ডিনেটর মোঃ আজিম উদ্দিন, ম্যান্টর হেড টিচার তুষার কান্তি ধর, ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্য, কেআইএবিআই ফাউন্ডেশনের ফিন্যান্স ডিরেক্টর নাজমুল হুদা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জয়নাল আহমদ চৌধুরী, আসাব আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, খরসনা জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মুহিত, দি নিউ নেশন এর সিলেট ব্যুরোপ্রধান শফিক আহমদ শফি। বিজ্ঞপ্তি