হবিগঞ্জে অবৈধ ক্যামিকেল ও লাইসেন্স ছাড়া খাবার তৈরির অভিযোগে জরিমানা

34

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
অবৈধ ক্যামিকেল ব্যবহার করে খাদ্য তৈরি ও বিএসটিআইর লাইসেন্স না থাকায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায় এলাকায় ভাই ভাই বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভাই ভাই বেকারী নিষিদ্ধ ক্যামিকেল ব্যবহারের পাশাপাশি উন্মুক্তভাবে খাবার সংরক্ষণ করা হয়। এছাড়াও তাদের বিএসটিআইর কোন লাইসেন্স নেই। তাই বিশুদ্ধ খাদ্য আইনে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শায়েস্তাগঞ্জ এলাকায় অবৈধ পার্কিং এর অভিযোগে গতকাল দুপুরে ২টি ম্যাক্সিকে ৪শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজস্ট্রেট মেহেদী হাসান।