সিলেট থেকে এক প্রেসিডিয়াম সদস্য, তিন উপদেষ্টা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি

82
(ক্লক ওয়াইজ) নুরুল ইসলাম নাহিদ, আবুল মাল আব্দুল মুহিত, আবু নছর এডভোকেট, ইনাম আহমদ চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের বেশ কয়েক নেতাই স্থান পাবেন এমনটা ধারণা করা হলেও শেষ পর্যন্ত স্থান পেয়েছেন মাত্র ৪ জন। ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৪৩ সদস্যের মধ্যে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ স্থান পেয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে। যদিও তিনি এর আগের কমিটিতে সিলেট থেকে একমাত্র প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়া দলের উপদেষ্টামন্ডলীতে স্থান পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এর আগেও উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। উপদেষ্টামন্ডলীতে স্থান পাওয়া আরেক নেতা হচ্ছেন বিএনপি থেকে যোগ দেয়া সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী ও এছাড়া উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা সৈয়দ আবু নছর এডভোকেট। এদের মধ্যে একেবারেই আলোচনার বাহিরে ছিলেন আবু নছর এডভোকেট। প্রবীণ এই নেতার উপদেষ্টামন্ডলীতে স্থান পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি দলের সর্বস্তরের নেতাকর্মী।
এদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি ঘোষিত হওয়ার পর কমিটি থেকে ছিটকে পড়া দলের জেলা সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে পারেন এমনটা ধারণা করা হলেও প্রাথমিকভাবে ঘোষিত ৪৩ সদস্যের কমিটিতে এই ৩ জনের কারো স্থান না পাওয়ায় নেতাকর্মীদের অনেকেই হতাশ হয়েছেন। শুধু তাই নয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পিপিও কমিটি থেকে ছিটকে পড়েছেন। তবে কারো কারো ধারণা ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে এই নেতাদের মধ্যে থেকে অথবা এর বাইরে থেকে কেউ কেউ স্থান করে নিলে চমকে দেয়ার মতো ঘটনার বিষয় হয়ে দাঁড়াবে।