অবৈধ সরকার দেশের কথা চিন্তা না করে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে ——————- জেলা জমিয়ত

22

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সম্পাদক মন্ডলীর এক সভা গতকাল রবিবার বাদ আছর বন্দর বাজারস্থ দলীয় কার্যালয় জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুল মুছব্বির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, অবৈধ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যথ হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের কোথাও আজ জনগণের নিরাপত্তা নেই। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের কথা চিন্তা না করে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। জমিয়ত নেতৃবৃন্দ বলেন, এখনও সময় আছে দেশ ও জনগণের স্বার্থে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় দেশের শান্তিপ্রিয় জনগণ ফুঁসে উঠলে সরকারের গদি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
মাসিক সম্পাদক মন্ডলীর সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকি, হাসান বিন ফাহিম প্রমুখ। সভায় আগামী ২৫ নভেম্বরের মধ্যে আসন্ন ইউনিয়ন নির্বাচনে জেলা জমিয়তের সকল আগ্রহী প্রার্থীদের তালিকা সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার জন্য আহবান জনানো হয়েছে। বিজ্ঞপ্তি