বিজয়কেতন

12

মো. রবিউল আলম

সোনালী দিনের শত অপেক্ষার
প্রহর গুনেছিল যারা
জুলুম, নির্যাতন, ত্যাগ তিতিক্ষার
ফলপ্রদ প্রভাত এনেছিল তারা।

কর্ষক, ঘরনি ছিল বিদ্যার্থী যারা
মহাপ্রস্থান মাথায় নিয়ে দাঁড়িয়েছিল তারা
ক্ষিতি সাক্ষী, রবি সাক্ষী সেদিন
ঝরেছিল লোহিতকণা
নির্ভীক অবয়বে যুদ্ধ করেছিল ঘোষনা।

দিয়েছিল হুংকার, খাপিয়েছিল মসনদ
আনকোরা আত্মজ করেছিল তছনছ
আলোহীন আঁধারে নতুন ভূবন
উড়েছিল মৃত্তিকায় বিজয়কেতন।