কিছু লোক মুখে বলে আওয়ামী লীগ অন্তরে ষড়যন্ত্র করে –পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

19
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। দেশে খাদ্যের কোন অভাব নেই। ঘরেঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ আগেও শক্তিশালী সংগঠন ছিল, এখনো আছে। তবে কিছু লোক আছে যারা মুখে বলে আওয়ামীলীগ অন্তরে করে ষড়যন্ত্র। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী আরো বলেন, অতীতে ২ মিলিটারি জোরে ক্ষমতা দখল করে অবৈধ ভাবে রাজ্য শাসন করেছিল। খালেদা জিয়ার আমলে দেশে নৈরাজ্য ছিল। পরে তত্ত্বাবধায়ক সরকারও অন্যায় ভাবে ক্ষমতায় ছিল। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত আওয়ামীলীগ সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে।
৮ ডিসেম্বর রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান ও লিলু মিয়া যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজিবুর রহমান এবং গীতাপাঠ করেন রাদেশ দেবনাথ ও শোক প্রস্তাব পেশ করেন জিতেন্দ্র দাস। এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনহার মিয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুবলীগ নেতা ফয়সল মিয়া, এনাম মিয়া, সিপন আহমদ, রেজাউল করিম রেজা, রাসেল আহমদ, আনর মিয়া, লিটন মিয়া, শাহ আলম, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, সুজাত মিয়া মেম্বার, জুয়েল মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে-সম্মেলনকে সফলের লক্ষ্যে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী কুতুব উদ্দিনের সমর্থনে বিশাল গণ মিছিলে সরব হয়ে উঠে সম্মেলনের মঞ্চস্থল। এছাড়া অন্যান্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থনেও খ-খ- মিছিলে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা। সম্মেলনকে ঘিরে কয়েক হাজার জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে কলকলিয়া বাজার। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তবে সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়নি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন আগামী সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।