সুনামগঞ্জে ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ

45

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়রাবাজার ও তাহিপুর উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ ও চারটি মোটরসাইকেল জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে, শনিবার (১১ নভেম্বর) ভোরে সীমান্তে অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, সুনামগঞ্জের তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্তের মনাইপাড়া এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে সীমান্তে টহলরত সদস্যরা।
এদিকে, রবিবার (১২ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার আশাউড়ার নৈগাং এলাকা থেকে চারটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় মামলা করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।