মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে – মো. আব্দুল হামিদ

4

বাংলাদেশ ব্যাংক সিলেট’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ বলেছেন, মানুষের জন্য ব্যাংকারদের জীবন্ত প্রেম থাকতে হবে। মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে কাজ করতে হবে। ব্যাংকিং দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবের কার্যক্রমে অংশ নিয়ে নির্মল বিনোদন করতে হবে। নিজের মধ্যে সজীবতা থাকলে মন সজীব থাকবে কর্মক্ষেত্রেও বেশী করে কাজ করা যাবে।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। ২৫ নভেম্বর রাতে বাংলাদেশ ব্যাংক-এর প্রশিক্ষণ হলে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সভাপতি সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর মহাব্যবস্থাপক মাকসুদা বেগম, মহাব্যবস্থাপক মো. আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সাধারণ সম্পাদক মোজতবা রুম্মান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আলী আকতার ও সিতাংশু শেখর রায়ের যৌথ উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক খালেদ হোসেইন, রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক জয়া চৌধুরী, ইসলামি ব্যাংকের এসভিপি মোহাম্মদ মনিরুল ইসরাম, উত্তরা ব্যাংকের ডিজিএম ও জোনাল হেড ইব্রাহিম উদ্দিন, ফাস্রট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ইভিপি ও জোনাল হেড কাজী মোতাহার হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের ভিপি ও শাখা প্রধান দেবজ্যোতি মজুমদার। বিজ্ঞপ্তি