বেশ বুঝেছি

44

সৈয়দ হিলাল সাইফ

এক।।
বেশ বুঝেছি

আমি তোমায় চিনি না?
চিনি, চিনি, বেশ-ই চিনি -একটা ছিনিমিনি না!

আমি তোমায় খুঁজি না?
খুঁজি, খুঁজি, ঠিকই খুঁজি -তফাৎ শুধু রূজিনা।

আমি তোমায় জানি না?
জানি, জানি, সবই জানি -বুঝে কাছে টানিনা।

আমি তোমায় দেখি না?
দেখি, দেখি, সবই দেখি -এসব নিয়ে লেখিনা।

আমি তোমায় শুনি না?
চিনি জানি শুনি বলে – স্বপ্নেও তা বুনিনা।

দুই।।
জিলিপির প্যাঁচ

তুই জিলিপির প্যাঁচ।
সোজাসাপ্টা কথা নিয়ে
লাগাবি ক্যাচ ক্যাচ!

তুই মজাদার বাটার।
তোর ছায়াতে ঠাঁই পেয়েছে
চোর ছ্যাচরা চাটার।

তুইযে ডিব্বা তৈলের।
মাজতে মাজতে উইঠা আসে
গোষ্ঠী সুদ্ধ মৈলের।

তুইযে গ্যাসের পাম্পার।
তর পালেতে লগছে হাওয়া
এক্কেবারে বাম্পার!

তিন।।
অন্ধবধির দল

ঘাড় ত্যাড়া ঘোঁৎ করে
ঘাতঘাতে ল্যাংড়া
কত্ব বড় কাম করচে
দেকচ কয়টা চ্যাংরা

ল্যাংড়া নেংটি দৌড়ে
হাঁকে কথা হাবারে
ঘাড় ত্যাড়া আজ খাবে
গালবরাবর থাবারে

শুনে যদি ট্যারাটা
সাথে থাকে লুলাও
আব্বে হালার ডেন্জার…