তথ্য অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে –তথ্য কমিশন সচিব

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
বাংলাদেশ তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলম বলেছেন, তথ্য অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্য অধিকার নিশ্চিত হলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের প্রতিটি নাগরিকের যে কোন বিষয়ে তথ্য জানার অধিকার রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তবে কিছু নিয়ম মেনে তথ্য চাইতে হবে।
২৭ অক্টোবর রবিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে তথ্য অধিকার আইন বিষয়ক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারি পরিচালক শাহাদাৎ হোসেইন।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্র“চাই মারমা, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ধনেশ চন্দ্র রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।