শীত

27

ফেরদৌসী খানম রীনা

শীতে জীবন বিপন্ন,
শীত পড়েছে প্রচণ্ড।
শহরে শীত গ্রামে শীত,
শীতের একি কাণ্ড!

কুয়াশার ভিড়ে সূর্যি মামার,
দেখা মেলা ভার।
হিম হিম ঠাণ্ঠায়,
তাপ নেই যে তার।

এই শীতে ধনীরা থাকে,
আনন্দে আর মহা সুখে।
করে বিভিন্ন রকম আয়োজন,
আর গরীব অসহায় থাকে দুঃখে।

শীতে হয় তাদের নানান কষ্ট,
লেগে থাকে অসুখ।
ঘর নাই বাড়ি নাই,
মনে নাই সুখ।

শীতের কারনে থাকে না কাজ,
থাকে কর্ম বিমুখ।
বিধাতাই তাদের জীবনে,
দিয়েছে দুঃখ।